রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে মোহনপুর উপজেলার খাড়তা গ্রামে সরকারি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হচ্ছে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী ও নাটোরের লালপুর থানা এলাকার মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন। তাদের বয়স পাঁচ বছর। শিশু কেয়া তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল বলেন, দুই শিশু সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। পরে সরকারি পুকুরে পরিবারের লোকজনের অগোচরে পানিতে ডুবে যায়। খোঁজাখুজির একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালের চিঠি / আলিফ

ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার দায় রাষ্ট্রের

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ১০:৫৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে মোহনপুর উপজেলার খাড়তা গ্রামে সরকারি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হচ্ছে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী ও নাটোরের লালপুর থানা এলাকার মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন। তাদের বয়স পাঁচ বছর। শিশু কেয়া তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল বলেন, দুই শিশু সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। পরে সরকারি পুকুরে পরিবারের লোকজনের অগোচরে পানিতে ডুবে যায়। খোঁজাখুজির একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালের চিঠি / আলিফ