রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

বাগেরহাটের রামপালের চেয়ারম্যানের মোড় নামক এলাকায় ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট গোয়েন্দা পুলিশের ওসি সৈয়দ বাবুল আক্তার জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে রামপাল ও মোংলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খুলনার দিক থেকে পণ্যবাহী একটি ট্রাক দ্রুতগতিতে মোংলার দিকে যাচ্ছিলো। আর বিপরিত দিক থেকে ব্যাটারি চালিত ভ্যান রামপালের দিকে আসছিল। ঘটনাস্থলে আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মো: সাঈদ মোড়ল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক মনির হোসেন ও আরেক যাত্রী আজাদকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। নিহত তিনজনের বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আটক করা হয় ঘাতক ট্রাকটির চালককে। জব্দ করা হয়েছে ট্রাকটিও। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

কালের চিঠি / আলিফ

বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

প্রকাশের সময়: ০৬:৪৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাগেরহাটের রামপালের চেয়ারম্যানের মোড় নামক এলাকায় ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট গোয়েন্দা পুলিশের ওসি সৈয়দ বাবুল আক্তার জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে রামপাল ও মোংলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খুলনার দিক থেকে পণ্যবাহী একটি ট্রাক দ্রুতগতিতে মোংলার দিকে যাচ্ছিলো। আর বিপরিত দিক থেকে ব্যাটারি চালিত ভ্যান রামপালের দিকে আসছিল। ঘটনাস্থলে আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মো: সাঈদ মোড়ল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক মনির হোসেন ও আরেক যাত্রী আজাদকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। নিহত তিনজনের বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আটক করা হয় ঘাতক ট্রাকটির চালককে। জব্দ করা হয়েছে ট্রাকটিও। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

কালের চিঠি / আলিফ