রাজবাড়ীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সরোয়ার উদ্দিন সোহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে জেলা সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। সোহান ফরিদপুর পলিটেকনিক্যালের (সিভিল) ছাত্র।
সোহানের মামাতো ভাই পারভেজউল্লাহ জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীতে গোসল করতে যান সোহান। সেখানে আরও অনেকেই গোসল করছিলেন। এরইমধ্যে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সোহান। অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কালের চিঠি/ ফাহিম