সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমাগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আহাদ আলীর বাড়িতে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন ৩ শ্রমিক। এরপরই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ট্যাংক ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণা অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে তাদের। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি সোহাগ রানা। তিনি বলেন, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা পরবর্তীতে বলা যাবে।

কালের চিঠি / আলিফ

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময়: ০৪:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমাগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আহাদ আলীর বাড়িতে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন ৩ শ্রমিক। এরপরই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ট্যাংক ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণা অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে তাদের। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি সোহাগ রানা। তিনি বলেন, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা পরবর্তীতে বলা যাবে।

কালের চিঠি / আলিফ