ইসলামী আন্দোলনের ‘আপত্তির’ মুখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট নারী ফুটবল দলের সঙ্গে রাজশাহী নারী ফুটবল দলের খেলার কথা ছিল।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী মাইকিং করে খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিক্ষোভের ডাক দেন। এ ঘটনায় আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেন। তবে সমঝোতায় না আসায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করে।
আয়োজকদের একজন নয়ন মিয়া বলেন, ‘এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। খেলোয়াড়েরা মাঠে উপস্থিত ছিলেন, সব প্রস্তুতিও শেষ ছিল। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী খেলা বন্ধের ঘোষণা দিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি করেন।’
ইউএনও রুবেল রানা জানান, খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা ছিল। বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
‘খেলার আয়োজক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জের নেতা এবং ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসা হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নন,’ বলেন তিনি।
ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী বলেন, ‘আমাদের দাবি ছিল খেলা বন্ধ করা। প্রশাসন সেটা করেছে, তাই আমাদের সকল কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে জয়পুরহাটে বাধার মুখে নারী ফুটবলারদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশব্যাপী সমালোচনার মুখে পরে সেই মাঠেই পুনরায় নারীদের জন্য ফুটবল খেলার আয়োজন করা হয়।