সৌদি সুপার কাপের ফাইনালে বৃহস্পতিবার (১১ এপ্রিল) আল ইত্তিহাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জেতে নেইমারের দল আল হিলাল। যদিও নেইমার গ্যালারিতে বসে খেলা দেখেছেন। তবে আল ইত্তিহাদের হয়ে খেলেছেন করিম বেনজেমা।
ফাইনালে আল হিলালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। অন্য দুটি গোল আসে সালেম আল দাওসারি ও নাসের আল দাওসারির পা থেকে। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি করেছেন আবদেররাজ্জাক হামাদাল্লাহ।
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় হিলাল। দুর্দান্ত ফর্মে থাকা ম্যালকম দলকে এগিয়ে দেন। এরপর ২১ মিনিটে অবশ্য এক গোল দিয়ে ম্যাচে সমতায়ও ফিরেছিল ইত্তিহাদ। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগেই আল দাওসারির গোলে আবারো লিড পায় হিলাল।
দ্বিতীয় হাফে শুধুই ছিল আল হিলাল শো। ম্যাচ শেষের এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন ম্যালকম। আর বাড়ানো সময়ের ষষ্ট মিনিটে নাসের আল দাওসারির গোল হিলালকে বড় জয় উপহার দেন।
এই ম্যাচটিতে জিতে শীর্ষ প্রতিযোগিতার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে আল হিলাল। রিয়াদের ক্লাবটি টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ। এদিকে সুপার কাপ জেতা হিলালের সামনে চার শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। যার একটি এই সুপার কাপ।
কালের চিঠি/ ফাহিম