বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে দেওয়া যাবে রঙিন পোস্টার : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, এবার উপজেলা নির্বাচনে সাদা-কালোর পাশাপাশি রঙিন পোস্টার দেওয়া যাবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এছাড়াও উপজেলা নির্বাচনে প্রার্থীরা সমান সংখ্যক ভোট পেলে লটারিও করা হবে-এ কথা জানিয়ে ইসি সচিব বলেন, শতকরা ১৫ শতাংশ ভোট না পেলে জামানত ফেরত পাবেন না প্রার্থীরা।

ইসি সচিব বলেন, এবার উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে প্রতীক বরাদ্দের আগেই সীমিত আকারে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা।উপজলো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের যে স্বাক্ষরের বিধান ছিল এটা আর লাগবে না। তবে জামানত বৃদ্ধির প্রস্তাব করেছে কমিশন। তবে, উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বৃদ্ধি করে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩-এর সংশোধনীতে ২৬টি এবং উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সংশোধনীতে আটটি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সভাপতিত্বে এ বৈঠকে সুপারিশ প্রস্তুত করা হয়।

এর আগে ৬ ফেব্রুয়ারি উপজেলা জেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর চার ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ইসি মো. জাহাংগীর আলম। ৪ মে প্রথম ধাপ, ১১ মে দ্বিতীয় ধাপ, ১৮ মে তৃতীয় ধাপ এবং ২৫ মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালের চিঠি/শর্মিলী

জনপ্রিয়

সাঘাটায় ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনে দেওয়া যাবে রঙিন পোস্টার : ইসি সচিব

প্রকাশের সময়: ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, এবার উপজেলা নির্বাচনে সাদা-কালোর পাশাপাশি রঙিন পোস্টার দেওয়া যাবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এছাড়াও উপজেলা নির্বাচনে প্রার্থীরা সমান সংখ্যক ভোট পেলে লটারিও করা হবে-এ কথা জানিয়ে ইসি সচিব বলেন, শতকরা ১৫ শতাংশ ভোট না পেলে জামানত ফেরত পাবেন না প্রার্থীরা।

ইসি সচিব বলেন, এবার উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে প্রতীক বরাদ্দের আগেই সীমিত আকারে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা।উপজলো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের যে স্বাক্ষরের বিধান ছিল এটা আর লাগবে না। তবে জামানত বৃদ্ধির প্রস্তাব করেছে কমিশন। তবে, উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বৃদ্ধি করে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩-এর সংশোধনীতে ২৬টি এবং উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সংশোধনীতে আটটি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সভাপতিত্বে এ বৈঠকে সুপারিশ প্রস্তুত করা হয়।

এর আগে ৬ ফেব্রুয়ারি উপজেলা জেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর চার ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ইসি মো. জাহাংগীর আলম। ৪ মে প্রথম ধাপ, ১১ মে দ্বিতীয় ধাপ, ১৮ মে তৃতীয় ধাপ এবং ২৫ মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালের চিঠি/শর্মিলী