ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ খুন-জখমে আরও বেশী নৃশংস হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘৭ জানুয়ারি ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী এখন ক্ষমতা হারানোর ভয়ে। তারা বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের খুন-জখমে আরও বেশি বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে।’
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো ওই বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও পৈশাচিক হামলায় প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মুছার মৃত্যুতে নিষ্ঠুর আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মমতার ইতিহাসে আরও একটি কলঙ্ক যোগ হলো। এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’
বিবৃতিতে তিনি মোহাম্মদ মুছার হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
কালের চিঠি / আশিকুর।