সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বনির্ভরতার আলোতে শখকে অর্থকরী করে তুললেন তরুণ উদ্যোক্তা নাজমুল হুদা। 

 

শখ থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে নাজমুলের। গরু-ছাগল পালনের শখ ছোট বেলা থেকেই । ছোট বেলায় তার বাবা গরু কিনে আনতেন। কয়েকদিন রেখেই কোরবানি দিয়ে দিতো। ঈদের আগে যে কয়েকদিন গরু পালন করতো , খুব ভালো লাগতো নাজমুলের । তার ইচ্ছা হতো সারা বছর এমন একটি গরু পালন করার।

 

কিন্তু তখন বয়সে ছোট এবং লেখাপড়ায় ব্যস্ত থাকার কারণে ইচ্ছে সত্তত্বেও তখন গরু-ছাগল পালন করতে পারে নাই। অনার্স দ্বিতীয় বর্ষ ২০১৮ সালে শেষে, প্রাইভেট পড়ানোর অর্থ দিয়ে সর্বপ্রথম দুইটি খাসি ক্রয় করে। সেই খাশি মোটাতাজা করণের পর বিক্রি করে। তার সাথে কিছু অর্থ যোগ করে একটি গাভী ও বাছুর ক্রয় করে। ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়।

 

এখন নিজ অর্থায়নে গরু মোটাতাজাকরনের উদ্দেশ্যে একটি চৌদ্দ হাত গোয়াল ঘর তৈরি করেছে।

বর্তমানে তার খামারে ছয়টি ৬টি গরু রয়েছে। নাজমুল জানান সরকারি সহযোগিতা পেলে তার খামার সম্প্রসারনের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান তৈরি হবে।

 

 

জনপ্রিয়

স্বনির্ভরতার আলোতে শখকে অর্থকরী করে তুললেন তরুণ উদ্যোক্তা নাজমুল হুদা। 

প্রকাশের সময়: ০৫:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

 

শখ থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে নাজমুলের। গরু-ছাগল পালনের শখ ছোট বেলা থেকেই । ছোট বেলায় তার বাবা গরু কিনে আনতেন। কয়েকদিন রেখেই কোরবানি দিয়ে দিতো। ঈদের আগে যে কয়েকদিন গরু পালন করতো , খুব ভালো লাগতো নাজমুলের । তার ইচ্ছা হতো সারা বছর এমন একটি গরু পালন করার।

 

কিন্তু তখন বয়সে ছোট এবং লেখাপড়ায় ব্যস্ত থাকার কারণে ইচ্ছে সত্তত্বেও তখন গরু-ছাগল পালন করতে পারে নাই। অনার্স দ্বিতীয় বর্ষ ২০১৮ সালে শেষে, প্রাইভেট পড়ানোর অর্থ দিয়ে সর্বপ্রথম দুইটি খাসি ক্রয় করে। সেই খাশি মোটাতাজা করণের পর বিক্রি করে। তার সাথে কিছু অর্থ যোগ করে একটি গাভী ও বাছুর ক্রয় করে। ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়।

 

এখন নিজ অর্থায়নে গরু মোটাতাজাকরনের উদ্দেশ্যে একটি চৌদ্দ হাত গোয়াল ঘর তৈরি করেছে।

বর্তমানে তার খামারে ছয়টি ৬টি গরু রয়েছে। নাজমুল জানান সরকারি সহযোগিতা পেলে তার খামার সম্প্রসারনের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান তৈরি হবে।