শখ থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে নাজমুলের। গরু-ছাগল পালনের শখ ছোট বেলা থেকেই । ছোট বেলায় তার বাবা গরু কিনে আনতেন। কয়েকদিন রেখেই কোরবানি দিয়ে দিতো। ঈদের আগে যে কয়েকদিন গরু পালন করতো , খুব ভালো লাগতো নাজমুলের । তার ইচ্ছা হতো সারা বছর এমন একটি গরু পালন করার।
কিন্তু তখন বয়সে ছোট এবং লেখাপড়ায় ব্যস্ত থাকার কারণে ইচ্ছে সত্তত্বেও তখন গরু-ছাগল পালন করতে পারে নাই। অনার্স দ্বিতীয় বর্ষ ২০১৮ সালে শেষে, প্রাইভেট পড়ানোর অর্থ দিয়ে সর্বপ্রথম দুইটি খাসি ক্রয় করে। সেই খাশি মোটাতাজা করণের পর বিক্রি করে। তার সাথে কিছু অর্থ যোগ করে একটি গাভী ও বাছুর ক্রয় করে। ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়।
এখন নিজ অর্থায়নে গরু মোটাতাজাকরনের উদ্দেশ্যে একটি চৌদ্দ হাত গোয়াল ঘর তৈরি করেছে।
বর্তমানে তার খামারে ছয়টি ৬টি গরু রয়েছে। নাজমুল জানান সরকারি সহযোগিতা পেলে তার খামার সম্প্রসারনের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান তৈরি হবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi