ভোটের প্রচারণায় আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রম। তার এ সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে এখন অন্য রকম উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গোটা নগরীতে সাজ সাজ রব। এছাড়া বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারসহ শোভাবর্ধন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সিলেটবাসী প্রস্তুত।
আজ সকাল ১১টায় সিলেট পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। সকাল সাড়ে এগারটার দিকে হজরত শাহজালাল এবং পরে হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু করবেন শেখ হাসিনা। এরপর বেলা তিনটায় সভাস্থলে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক সূচনা ঘোষিত হবে। জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এরইমধ্যে সম্পন্ন হয়েছে মঞ্চ তৈরি’সহ সব প্রস্তুতি। সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে বেশ ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এদিকে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কারণে গত কয়েক দিন ধরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সাধারণ মানুষের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তেমন আগ্রহ না থাকলেও জনসভায় প্রধানমন্ত্রীর সিলেটের উন্নয়ন নিয়ে কী ঘোষণা দেন সে ব্যাপারটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন সিলেটবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনগুলো একাধিক প্রস্তুতি ও মতবিনিময় সভা, প্রচার মিছিল করেছে। নগর ও জেলা-উপজেলায় হয়েছে মাইকিংও। এছাড়া গতকাল মঙ্গলবারও সর্বশেষ নানা প্রস্তুতিমূলক কর্মসূচি পালন করা হয়েছে। দলটি জনসভাস্থল ও এর আশপাশের এলাকায় আজ অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যেও আগ্রহ দেখা গেছে। একাধিক সাধারণ ভোটার জানিয়েছেন, সিলেটের জনসভায় প্রধানমন্ত্রী কী ভাষণ দেবেন তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে। বিশেষ করে সিলেটের উন্নয়নে ভবিষ্যতে কী কী করবেন কিংবা তার নির্বাচনী প্রতিশ্রুতি কী হতে পারে, তা জানতেও মানুষের মধ্যে আগ্রহ আছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সরজমিন দেখা গেছে, আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক প্রস্তুতির সর্বশেষ কাজ চলছে। নগরের বিভিন্ন সড়ক ও সড়ক বিভাজককে বর্ণিল সাজে সাজিয়ে সৌন্দর্যবর্ধন করেছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। একাধিক সড়কে নতুনভাবে কারপেটিং করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি সংসদ নির্বাচনের সময় সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এবারো তাই করছেন। এবারের সভার আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণায় সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। এসময় তিনি সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজই প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ রাখবেন। মহানগর যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিদার ভোরের কাগজকে বলেন, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে নেতাকর্মীরা উজ্জীবিত। তার এ সফরের মাধ্যমেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর এ সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটবাসীও প্রধানমন্ত্রীকে বরণ করতে মুখিয়ে আছেন।