সময়ের আবর্তে বাংলাদেশের ক্রিকেট থেকে হারিয়ে যাচ্ছে পঞ্চপাণ্ডব। ক্রিকেট নিয়ে যারা ন্যুনতম খবর রাখেন, তারাও জানেন কারা এই পঞ্চপাণ্ডব। তারা হলেন, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। যারা প্রায় ১৬ বছর কাঁধে কাঁধ মিলিয়ে লাল-সবুজের জার্সিতে লড়েছেন। এসময় তৈরি হয়েছে নানা সুখস্মৃতি। যা ভীষণ মিস করেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ শনিবার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাকিব-মাশরাফীদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মাহমুদউল্লাহ লেখেন,‘কি দারুণ সময় ছিল। ফিরে যাওয়া যাক সেসব আনন্দঘন মুহূর্তে’।
পঞ্চপাণ্ডবের বিদায়ের শুরুটা মাশরাফীকে দিয়ে। এরপর তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিব। এই চারজনের মধ্যে একমাত্র সাকিবই বর্তমানে সব ফরম্যাটে খেলে যাচ্ছেন। তার কাঁধেই হয়তো আরও কিছুদিন বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটে পাণ্ডব নামের চলটা থাকবে।
একে একে পঞ্চপাণ্ডবের সবাই বিদায়ের পথে থাকলেও এখনও তাদের যোগ্য বিকল্প খুঁজে পায়নি বাংলাদেশ। রাতারাতি যে সেটি সম্ভবও নয়। এরপরও কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি তরুণদের যোগ্য উত্তরসূরি করে গড়ে তোলার দায়িত্বটা নিতে হবে বিসিবিকে। শান্ত-তাসকিনদের পরবর্তী পঞ্চপাণ্ডব ভাবা হলেও তারা আদৌ মাশরাফী-তামিমদের পর্যায়ে যেতে পারবেন তো, সেই প্রশ্ন তো থেকেই যায়।
কালের চিঠি/ ফাহিম