সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের দল ঘোষণা নেপাল-ওমানের।

নতুন অধিনায়ক আকিব ইলিয়াসের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ওমান। আজ (১ মে) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে নেতৃত্ব দেওয়া জিসান মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন ইলিয়াস। জিসান অধিনায়ক না থাকলেও দলে আছেন।

ওমানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওপেনিং ব্যাটার জতিন্দর সিং আর লেগস্পিনার সামায় শ্রীভস্তভের। তারা আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

এদিকে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত পাওদেলের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাবে নেপাল। দলে নেই তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। ধর্ষণ মামলায় জেলে আছেন তিনি।

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

ওমানের বিশ্বকাপ স্কোয়াডআকিব ইলিয়াস (অধিনায়ক), জিসান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতিক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাদিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রাফিউল্লাহ, কলিমুল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।

নেপালের বিশ্বকাপ স্কোয়াডরোহিত পাওদেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভুর্তেল, কুশাল মাল্লা, দিপেন্দ সিং আইরে, ললিত রাজবংশি, কারান কেসি, গলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সন্দ্বীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরে।

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

সরকার পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ: ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি

বিশ্বকাপের দল ঘোষণা নেপাল-ওমানের।

প্রকাশের সময়: ০৫:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

নতুন অধিনায়ক আকিব ইলিয়াসের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ওমান। আজ (১ মে) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে নেতৃত্ব দেওয়া জিসান মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন ইলিয়াস। জিসান অধিনায়ক না থাকলেও দলে আছেন।

ওমানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওপেনিং ব্যাটার জতিন্দর সিং আর লেগস্পিনার সামায় শ্রীভস্তভের। তারা আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

এদিকে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত পাওদেলের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাবে নেপাল। দলে নেই তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। ধর্ষণ মামলায় জেলে আছেন তিনি।

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

ওমানের বিশ্বকাপ স্কোয়াডআকিব ইলিয়াস (অধিনায়ক), জিসান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতিক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাদিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রাফিউল্লাহ, কলিমুল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।

নেপালের বিশ্বকাপ স্কোয়াডরোহিত পাওদেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভুর্তেল, কুশাল মাল্লা, দিপেন্দ সিং আইরে, ললিত রাজবংশি, কারান কেসি, গলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সন্দ্বীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরে।

কালের চিঠি/ ফাহিম