চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রামস্থ চারটি সুপ্রতিষ্ঠিত হাসপাতালের পৃথক স্বাস্থ্য সেবা চুক্তি সম্পাদিত হয়েছে।
রবিবার(২৮ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হক ও সভাপতি প্রফেসর ড.মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,উক্ত চুক্তিসমূহের আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যবৃন্দ হ্রাসকৃত মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা ও অন্যান্য সুবিধা প্রাপ্তির সুযোগ লাভ করবেন।
চুক্তির আওতাভুক্ত হাসপাতালগুলো হলো-এভারকেয়ার হাসপাতাল,পার্কভিউ হাসপাতাল,মেট্রোপলিটন হাসপাতাল ও ইবনে সিনা ট্রাস্ট।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হক বলেন,”আমাদের এই চুক্তি শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা বয়ে আনবে।সবগুলো হাসপাতালে শিক্ষার্থীরা হাসপাতালভেদে ১০-৩০ ভাগ পর্যন্ত ছাড় পাবে।”
এ ছাড়াও কোন শিক্ষার্থী সুবিধা গ্রহণের সময় অসুবিধার শিকার হলে শিক্ষক সমিতির দায়িত্বপ্রাপ্তদের অবহিত করার জন্য আহ্বান জানান তিনি।