সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুবরাজের মতে বিশ্বকাপের সেমিতে খেলবে যারা।

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর একমাস পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে ২০ ওভারের বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা মেতেছেন ভবিষ্যদ্বাণীতে। সেমিফাইনাল খেলতে পারে এমন দলগুলোর নাম প্রকাশ করছেন তারা। এরই ধারাবাহিকতায় সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং নিজের পছন্দের চার দল বেছে নিলেন।

যুবরাজকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়ার পর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা হবে বলে মনে করেন তিনি।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে। যেখানে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে ইংল্যান্ড। এ দু’দলই রয়েছে যুবরাজের পছন্দের তালিকায়। এছাড়াও রয়েছে নিজের দেশ ভারত ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যদিও অজিরা ঘরের মাঠে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩৪ দিন বাকি। এর আগে আইসিসি যুবরাজ সিংকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত ঘোষণা করে। ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রচারণামূলক অনেক অনুষ্ঠানে থাকবেন।

যুবরাজ থাকবেন ৯ জুন নিউইয়র্কের ভারত–পাকিস্তান ম্যাচেও। এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত হিসেবে অলিম্পিকে আটটি সোনাজয়ী উসাইন বোল্ট ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিস গেইলের নাম ঘোষণা করেছিল।

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

যুবরাজের মতে বিশ্বকাপের সেমিতে খেলবে যারা।

প্রকাশের সময়: ০৫:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর একমাস পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে ২০ ওভারের বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা মেতেছেন ভবিষ্যদ্বাণীতে। সেমিফাইনাল খেলতে পারে এমন দলগুলোর নাম প্রকাশ করছেন তারা। এরই ধারাবাহিকতায় সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং নিজের পছন্দের চার দল বেছে নিলেন।

যুবরাজকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়ার পর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা হবে বলে মনে করেন তিনি।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে। যেখানে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে ইংল্যান্ড। এ দু’দলই রয়েছে যুবরাজের পছন্দের তালিকায়। এছাড়াও রয়েছে নিজের দেশ ভারত ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যদিও অজিরা ঘরের মাঠে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩৪ দিন বাকি। এর আগে আইসিসি যুবরাজ সিংকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত ঘোষণা করে। ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রচারণামূলক অনেক অনুষ্ঠানে থাকবেন।

যুবরাজ থাকবেন ৯ জুন নিউইয়র্কের ভারত–পাকিস্তান ম্যাচেও। এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত হিসেবে অলিম্পিকে আটটি সোনাজয়ী উসাইন বোল্ট ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিস গেইলের নাম ঘোষণা করেছিল।

কালের চিঠি/ ফাহিম