সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বার্সাকে এনরিকের হুমকি, ‘অসম্ভবকে সম্ভব করবে পিএসজি’ ।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার সাথে পেরে ওঠেনি পিএসজি। দ্বিতীয় লেগ এবার বার্সেলোনার মাঠে। যেখান থেকে জয় নিয়ে ফেরাটা যেকোনো দলের জন্য সবসময়ই বেশ কঠিন কাজ। তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লুইস এনরিকে। পিএসজি কোচের বিশ্বাস, অবিশ্বাস্য কিছু করে ফেলার সামর্থ্য আছে তার দলের।

প্রথম লেগে বার্সেলোনার সাথে পিএসজি হেরে যায় ৩-২ গোলের ব্যবধানে। ফলে এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল। ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে কাতালুনিয়ান ক্লাবটার সুযোগ থাকবে ফরাসি ক্লাবটিকে চেপে ধরার।

অবশ্য ইতিহাসও এদিন থাকবে পিএসজির বিপক্ষেই। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে প্যারিসের ক্লাবটি হারার পর দ্বিতীয় লেগে তারা কখনও জয় নিয়ে ফিরতে পারেনি। কাজটা তাই তাদের জন্য বেশ কঠিনই। তবে ম্যাচের আগে এবার সেই অসম্ভবকে সম্ভব করার কথাটাই শুনিয়েছেন এনরিকে। “প্রথম লেগে হারার পর পিএসজি কখনো দ্বিতীয় লেগে ফিরে আসতে পারেনি। তবে আমার বিশ্বাস বার্সার বিপক্ষেই অপেক্ষা করছে সেই দিন।”

প্রথম লেগে পিএসজি খুব একটা খারাপ করেনি। দ্বিতীয়ার্ধে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত হারই সঙ্গী হয়েছিল তাদের। তাই এবার একই ভুল না করে সব হিসাব-নিকাশ বদলে দিতে চান এনরিকে। “আমি ভেবেছিলাম আমরা অন্তত প্রথম ম্যাচে ড্র পাওয়ার যোগ্য ছিলাম। এবার আমাদের আরও ভালো করতে হবে। কোনো ভাবেই আমদের পিছিয়ে থাকা যাবে না। আমরা নিশ্চিত যে আমরা সব হিসাব নিকাশ ঘুরিয়ে দেব।”

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

সরকার পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ: ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি

বার্সাকে এনরিকের হুমকি, ‘অসম্ভবকে সম্ভব করবে পিএসজি’ ।

প্রকাশের সময়: ০৫:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার সাথে পেরে ওঠেনি পিএসজি। দ্বিতীয় লেগ এবার বার্সেলোনার মাঠে। যেখান থেকে জয় নিয়ে ফেরাটা যেকোনো দলের জন্য সবসময়ই বেশ কঠিন কাজ। তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লুইস এনরিকে। পিএসজি কোচের বিশ্বাস, অবিশ্বাস্য কিছু করে ফেলার সামর্থ্য আছে তার দলের।

প্রথম লেগে বার্সেলোনার সাথে পিএসজি হেরে যায় ৩-২ গোলের ব্যবধানে। ফলে এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল। ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে কাতালুনিয়ান ক্লাবটার সুযোগ থাকবে ফরাসি ক্লাবটিকে চেপে ধরার।

অবশ্য ইতিহাসও এদিন থাকবে পিএসজির বিপক্ষেই। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে প্যারিসের ক্লাবটি হারার পর দ্বিতীয় লেগে তারা কখনও জয় নিয়ে ফিরতে পারেনি। কাজটা তাই তাদের জন্য বেশ কঠিনই। তবে ম্যাচের আগে এবার সেই অসম্ভবকে সম্ভব করার কথাটাই শুনিয়েছেন এনরিকে। “প্রথম লেগে হারার পর পিএসজি কখনো দ্বিতীয় লেগে ফিরে আসতে পারেনি। তবে আমার বিশ্বাস বার্সার বিপক্ষেই অপেক্ষা করছে সেই দিন।”

প্রথম লেগে পিএসজি খুব একটা খারাপ করেনি। দ্বিতীয়ার্ধে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত হারই সঙ্গী হয়েছিল তাদের। তাই এবার একই ভুল না করে সব হিসাব-নিকাশ বদলে দিতে চান এনরিকে। “আমি ভেবেছিলাম আমরা অন্তত প্রথম ম্যাচে ড্র পাওয়ার যোগ্য ছিলাম। এবার আমাদের আরও ভালো করতে হবে। কোনো ভাবেই আমদের পিছিয়ে থাকা যাবে না। আমরা নিশ্চিত যে আমরা সব হিসাব নিকাশ ঘুরিয়ে দেব।”

কালের চিঠি/ ফাহিম