রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার-সিলেটসহ সব পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

ঈদের ছুটিতে দেশের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোর থেকে সকল বয়সী মানুষে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো।

এর মধ্যে পর্যটকের ঢলে মুখরিত সমুদ্র নগরী কক্সবাজার। সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ সব পয়েন্টেই ভিড় করছেন পর্যটকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা মেতেছেন আনন্দ-উল্লাসে। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ নীল জলরাশি।

ঈদের পাশাপাশি পহেলা বৈশাখের ছুটি থাকায় দলবেঁধে ঘুরতে আসছেন ভ্রমণপিপাসুরা। তাতে কানায় কানায় পূর্ণ সব হোটেল-মোটেল, চাঙা হয়ে উঠেছে পর্যটনখাত। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সিলেটের পর্যটনকেন্দ্রেগুলোতেও একই অবস্থা। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম সাদা পাথর, বিছানাকান্দিতে। সেখানে মেঘ-পাহাড়ের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন। অনেকে ঘুরে বেড়াচ্ছেন জাফলং, চা বাগান। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন লালখাল। যান্ত্রিকতা ভুলে কাটাচ্ছেন দারুণ সময়। এছাড়া দেশের অন্যান্য বিনোদনকেন্দ্রগুলোতেও ভিড় করছে শিশু-কিশোর থেকে সকল বয়সী মানুষ।

কালের চিঠি / আলিফ

কক্সবাজার-সিলেটসহ সব পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

প্রকাশের সময়: ০৩:০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

ঈদের ছুটিতে দেশের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোর থেকে সকল বয়সী মানুষে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো।

এর মধ্যে পর্যটকের ঢলে মুখরিত সমুদ্র নগরী কক্সবাজার। সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ সব পয়েন্টেই ভিড় করছেন পর্যটকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা মেতেছেন আনন্দ-উল্লাসে। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ নীল জলরাশি।

ঈদের পাশাপাশি পহেলা বৈশাখের ছুটি থাকায় দলবেঁধে ঘুরতে আসছেন ভ্রমণপিপাসুরা। তাতে কানায় কানায় পূর্ণ সব হোটেল-মোটেল, চাঙা হয়ে উঠেছে পর্যটনখাত। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সিলেটের পর্যটনকেন্দ্রেগুলোতেও একই অবস্থা। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম সাদা পাথর, বিছানাকান্দিতে। সেখানে মেঘ-পাহাড়ের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন। অনেকে ঘুরে বেড়াচ্ছেন জাফলং, চা বাগান। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন লালখাল। যান্ত্রিকতা ভুলে কাটাচ্ছেন দারুণ সময়। এছাড়া দেশের অন্যান্য বিনোদনকেন্দ্রগুলোতেও ভিড় করছে শিশু-কিশোর থেকে সকল বয়সী মানুষ।

কালের চিঠি / আলিফ