পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জানা যায়, যাত্রীবাহী ট্রাকটি সিন্ধ থেকে শাহ নূরানি মাজারের দিকে যাচ্ছিল। যাত্রাপথে বেলুচিস্তানের হাব জেলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ট্রাকটির ড্রাইভার করিম বখশকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের উপ বিভাগীয় কর্মকর্তা (এসডিপিও) সাকরো ওয়াজিদ আলী জিও নিউজকে বলেন, সড়কে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি।
দুর্ঘটনার পর যাত্রীদের হাব জেলার জাম গুলাম কাদির হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৮ জন। বাকিদের আঘাত সামান্য। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
কালের চিঠি / আশিকুর।