বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আমির-ইমাদকে ফিরিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

আর মাস দুয়েকের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এই দুই ক্রিকেটারকে নিয়েই নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৮ থেকে ২৭ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের জন্য আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ঘোষণা করা ১৭ সদস্যের দল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খানও। এই সিরিজ দিয়ে নেতৃত্বে নতুন করে যাত্রা শুরু হবে বাবর আজমের। অধিনায়কত্ব হারানো পেসার শাহিন শাহ আফ্রিদিও আছেন ১৭ সদস্যের দলে।

নির্বাচক ও টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ বলেন, ‘হারিস রউফের চোট ও মোহাম্মদ নওয়াজের ফর্ম বিবেচনায় ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে দলে নেওয়া হয়েছে। আমির ও ইমাদ দুজনই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আমরা তাদের উপর আস্থা রাখছি।’

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর, উসমান খান, জামান খান।

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

আমির-ইমাদকে ফিরিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

প্রকাশের সময়: ০১:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

আর মাস দুয়েকের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এই দুই ক্রিকেটারকে নিয়েই নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৮ থেকে ২৭ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের জন্য আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ঘোষণা করা ১৭ সদস্যের দল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খানও। এই সিরিজ দিয়ে নেতৃত্বে নতুন করে যাত্রা শুরু হবে বাবর আজমের। অধিনায়কত্ব হারানো পেসার শাহিন শাহ আফ্রিদিও আছেন ১৭ সদস্যের দলে।

নির্বাচক ও টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ বলেন, ‘হারিস রউফের চোট ও মোহাম্মদ নওয়াজের ফর্ম বিবেচনায় ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে দলে নেওয়া হয়েছে। আমির ও ইমাদ দুজনই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আমরা তাদের উপর আস্থা রাখছি।’

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর, উসমান খান, জামান খান।

কালের চিঠি/ ফাহিম