অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ঐতিহাসিক প্রস্তাব পাসের পরেও সেখানে ইসরায়েলি হামলা থামেনি। সোমবার প্রস্তাব পাস হলেও এর পরদিনই গাজায় ফের হামলা চালায় তেলআবিব। খবর আল জাজিরা
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দের আল-বালাহ এলাকায় আল-আকসা হাসপাতালের জরুরি বিভাগে আহতদের উপচে পড়া চাপ। পাশের আজ-জাওয়াইদা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকেই আহত ব্যক্তিদের আনা হয়েছে হাসপাতালটিতে। শুধু দের আল-বালাহই নয়, যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরও গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে মিসর সীমান্তের রাফাহ এলাকা এবং গাজা সিটিতে মঙ্গলবার (২৬ মার্চ) নির্বিচারে হামলা হয়েছে। রাফার একটি বাসায় বোমার আঘাতে ৪ শিশুসহ নিহত হয়েছে অন্তত ১৫ জন। অনেকে আহত হয়েছে। গাজা সিটিতে ইহুদিবাদী দেশটির হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন।
গত ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী এবং শিশু। অন্যদিকে গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাসের হামলায় নিহত হয়েছেন ১,১৩৯ ইসরায়েলি নাগরিক।
কালের চিঠি / আলিফ