মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ বুধবার(২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যবৃন্দ পুষ্পস্তবক হাতে একটি র্যালি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে উপস্থিত হন এবং বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাগর ইসলাম এবং সাধারণ সম্পাদক গাউছুল আজম অপূর্ব।
গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাগর ইসলাম বলেন,”,”একুশ আমাদের চেতনা,একুশের চেতনায় উজ্জীবিত হয়েই আমরা একটি স্বাধীন বাংলাদেশ গড়তে পেরেছি।আজকের এই দিনে আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদেরকে আবার শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা।”
গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, চবি এর সাধারণ সম্পাদক গাউছুল আজম অপূর্ব বলেন,”,”আমি সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।কষ্টে অর্জিত আমাদের মাতৃভাষা আমাদের অহংকার।আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জাতীয় দিবস গুলোতে সব সময় ই সোচ্চার। বিশ্বের দরবারে আমাদের মাতৃভাষাকে সমুন্নত রাখতে আমাদের মাতৃভাষার প্রতি আরো যত্নশীল হওয়া প্রয়োজন।”
উল্লেখ্য,শহীদদের প্রতি শ্রদ্ধা স্বরূপ পুষ্পস্তাবক অর্পণের পর গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই সাথে সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা করা হয়।