বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় পাথরবোঝাই ট্রাকে মিলল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি পাথরবোঝাই ট্রাক থেকে ১৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় নাজমুল হক (২৮) ও খোকন মিয়া (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার নাজমুল হক কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও খোকন মিয়া দেওয়ানী খামার গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহাসড়কের ধাপেরহাটে অভিযান পরিচালনা করেন। এসময় ওভারব্রিজ সংলগ্ন একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালের চিঠি / আলিফ

জনপ্রিয়

গাইবান্ধায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকসহ আহত দুই

গাইবান্ধায় পাথরবোঝাই ট্রাকে মিলল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

প্রকাশের সময়: ০৫:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি পাথরবোঝাই ট্রাক থেকে ১৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় নাজমুল হক (২৮) ও খোকন মিয়া (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার নাজমুল হক কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও খোকন মিয়া দেওয়ানী খামার গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহাসড়কের ধাপেরহাটে অভিযান পরিচালনা করেন। এসময় ওভারব্রিজ সংলগ্ন একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালের চিঠি / আলিফ