আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। বিতর্কিত ক্যাচে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পর আলোক স্বল্পতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে।
টসে জিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের ক্যাপ্টেন পুলক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ঢাবি ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। রাবি রান তাড়া করতে গিয়ে তারা ১৮ ওভারে ৭ উইকেটে ১৩০ রান করার পর বিতর্কিত ক্যাচের কারণে ম্যাচ স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাচ ধরার পর রাবি দলের খেলোয়াড়েরা দাবি করে বল মাটিতে স্পর্শ করে কিন্তু আম্পায়ার খেলোয়াড়কে আউট ঘোষণা করে। এর ফলশ্রুতিতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারপর উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
মাঠে দেখা যায়, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আলোর সংকটে আর খেলানো সম্ভব না হওয়ায় রাবি ও ঢাবিকে টুর্নামেন্টের যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
কালের চিঠি / ফাহিম