বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেছেন গাইবান্ধা সদর -২ আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর । ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় অবস্থিত জেলার অন্যতম এই পাঠাগারটি পরিদর্শন করেন তিনি।
এসময় এলাকাবাসীর জ্ঞান অর্জনের সহায়ক ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ এই পাঠাগারের উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেওয়ায় এমপি শাহ সারোয়ার কবীরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাঠাগার পরিচালনা কমিটির সদস্যরা। সংসদ সদস্য জানান, তুলশীঘাট অঞ্চলের সাধারণ মানুষের বই মুখী করতে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
পাঠাগার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিমল সরকার পাঠাগার ও সাহিত্য সম্ভারের সহ সভাপতি আবু আউয়াল রিজু , অর্থ সম্পাদক শিমুল কর, সদস্যদের মধ্য থেকে আশিকুর , কনক, আলিফ, অমিতসহ পাঠাগার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কালের চিঠি প্রকাশনায় মেধাবী লেখকদের বই প্রকাশ , বিভিন্ন লাইব্রেরীতে বই বিতরণ , জেলা পর্যায়ে বইমেলার আয়োজন ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানসহ দুই যুগেরও বেশি সময় ধরে অত্র এলাকায় জনহিতকর কাজ পরিচালনা করে আসছে বিমল সরকার সাহিত্য সম্ভার পাঠাগার ও এর সহ সংগঠন রিদম্ অফ গ্লোবাল ভিলেজ ।
,