ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় থাকেন সরব। তার ব্যক্তিগত জীবনের চিত্র ফেসবুকে ঢুকলেই দেখা যায়। সম্প্রতি তিনি নরম রোদে সূর্যের আলো মেখে কিছু ছবি পোস্ট করেছেন যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
নিজের ফেসবুকে ছবিগুলো দিয়ে ভাবনা লিখেছেন, সতেজ চেহারা, পরিচ্ছন্ন হৃদয়। কিছু কি অনুভব করতে পারছেন?
ভাবনা কম্বলের নিচে বসে ওম নিচ্ছেন। তার গালে পড়তে দেখা গেছে রোদের মিষ্টি আলো। মুচকি হাসিতে শীত যাপন করছেন এই অভিনেত্রী।
যেখানে তিনি বসে আছেন বিছানার সবকিছুই সাদা। বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কাভার কম্বলের রং সবই। এই শুভ্রতা ঘেরা ভাবনার পোস্ট দেখে মন্তব্যের ঘর ভরে গেছে নানা রকম মন্তব্যে। শুভেচ্ছা বার্তা দিয়েছেন অনুসারিরা।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একজন পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী। ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন “নট আউট” নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করেন।