যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বশির (৪৫) ও একই থানার দৌলতপুর গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে মিলন শেখ (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ বশির ও মিলন নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
কালের চিঠি/শর্মিলী