রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় মাহমুদ হাসান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পলাশবাড়ী পৌর শহরের তেলের পাম্পের সামনে রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদ হাসান পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা এই শিশু দৌড়ে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে মায়ের অজান্তে রাস্তা দৌড়ে পার হওয়ার সময় অপর দিক থেকে আসা মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মাহমুদ নিহত হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। এসময় গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও চালককে আটকে করে পুলিশি হেফাজতে নেয়। ঘটনাস্থলে উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

কালের চিঠি / আলিফ

ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার দায় রাষ্ট্রের

গাইবান্ধায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৪:৩৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় মাহমুদ হাসান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পলাশবাড়ী পৌর শহরের তেলের পাম্পের সামনে রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদ হাসান পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা এই শিশু দৌড়ে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে মায়ের অজান্তে রাস্তা দৌড়ে পার হওয়ার সময় অপর দিক থেকে আসা মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মাহমুদ নিহত হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। এসময় গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও চালককে আটকে করে পুলিশি হেফাজতে নেয়। ঘটনাস্থলে উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

কালের চিঠি / আলিফ