রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আইইআরডিসির উদ্যোগে চবিতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইইআর ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) উদ্যোগে বিতর্ক, বক্তৃতা ও উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশনের মিডিয়া এবং পাবলিকেশন সেক্রেটারি শাখাওয়াত মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি মশিউর রহমান নাঈম। কর্মশালায় বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার শেষে নব্য বিতার্কিকদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মশালার কনভেনর হিসেবে ছিলেন আইইআরডিসির পাবলিক রিলেশন সেক্রেটারি সায়মা বিনতে ইসলাম মিমি, কো-কনভেনর হিসেবে ছিলেন ক্লাবটির বিতার্কিক তাহসিনা রহমান, তানভিন কায়েস লিওন এবং মোহাম্মদ আবিল ইমাম রাফি।

কর্মশালা নিয়ে কনভেনর সায়মা বিনতে ইসলাম মিমি বলেন, আইইআর ডিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠিত বিতর্ক ক্লাব। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষকগণ বিতর্ক, পাবলিক স্পিকিং এবং উপস্থাপনার উপরে আলোচনা করেন। আশা করছি এই কর্মশালা বিতার্কিকদের যুক্তির আলোকে মুক্ত মন সৃষ্টিতে ভূমিকা রাখবে।

আইইআরডিসির এমন উদ্যোগকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়ে বলেন, “এমন কর্মশালা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।পাবলিক স্পিকিং,আমাদের দক্ষতা বৃদ্ধি এবং মুক্তমণ সৃষ্টিতে ব্যাপক ভুমিকা রাখবে বলে আমরা মনে করি।”

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

আইইআরডিসির উদ্যোগে চবিতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৫:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইইআর ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) উদ্যোগে বিতর্ক, বক্তৃতা ও উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশনের মিডিয়া এবং পাবলিকেশন সেক্রেটারি শাখাওয়াত মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি মশিউর রহমান নাঈম। কর্মশালায় বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার শেষে নব্য বিতার্কিকদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মশালার কনভেনর হিসেবে ছিলেন আইইআরডিসির পাবলিক রিলেশন সেক্রেটারি সায়মা বিনতে ইসলাম মিমি, কো-কনভেনর হিসেবে ছিলেন ক্লাবটির বিতার্কিক তাহসিনা রহমান, তানভিন কায়েস লিওন এবং মোহাম্মদ আবিল ইমাম রাফি।

কর্মশালা নিয়ে কনভেনর সায়মা বিনতে ইসলাম মিমি বলেন, আইইআর ডিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠিত বিতর্ক ক্লাব। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষকগণ বিতর্ক, পাবলিক স্পিকিং এবং উপস্থাপনার উপরে আলোচনা করেন। আশা করছি এই কর্মশালা বিতার্কিকদের যুক্তির আলোকে মুক্ত মন সৃষ্টিতে ভূমিকা রাখবে।

আইইআরডিসির এমন উদ্যোগকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়ে বলেন, “এমন কর্মশালা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।পাবলিক স্পিকিং,আমাদের দক্ষতা বৃদ্ধি এবং মুক্তমণ সৃষ্টিতে ব্যাপক ভুমিকা রাখবে বলে আমরা মনে করি।”