রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের কাছে থেকেও অসুস্থ ছেলেকে দেখতে যায়নি: রাজ

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে পরীপুত্র। ছেলের দেখভাল করছেন চিত্রনায়িকা একাই।

 

ভিনদেশের এত বড় শহরে সন্তানের সুস্থতার জন্য একাই লড়াই করছেন পরীমণি। অন্যদিকে পুণ্যের বাবা অভিনেতা শরিফুল রাজ শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সন্তান যখন অসুস্থ, তখন ইধিকা পালেন সঙ্গে কবি সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে তাকে। তাও আবার পশ্চিমবঙ্গেই। ফলে ভক্তদের মনে প্রশ্ন জমেছে—রাজ কি ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছেন? না কি পরীর সঙ্গে পুরোনো দেন-দরবার মনে রেখে মুখ ফিরিয়ে নিয়েছেন নিষ্পাপ সন্তানের দিক থেকেও।

 

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এখনো একরত্তিও সেরে ওঠেনি রাজ-পরীর সন্তান পুণ্য। শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। পুণ্যের শরীরে বাসা বেঁধেছে দুটি ভাইরাস। কলকাতার হাসপাতালে প্রায় ৪ দিন পেরিয়ে গেলেও ছেলেকে এখনো দেখতে যাননি শরিফুল রাজ। ফলে পুরো ধকল যাচ্ছে পরীর ওপর দিয়েই। ছেলের চিকিৎসা করাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন চিত্রনায়িকা। সেখান থেকে হাসপাতাল কাছেই। ছেলের সঙ্গে সারাদিন হাসপাতালেই কাটাচ্ছেন পরী। নিজের নাওয়া-খাওয়ার প্রতিও খেয়াল নেই তার।

 

পরীমণির ছেলের অসুখটা ঠিক কী, তা জানা যাচ্ছে না। কল করলে কিংবা মেসেজ দিলেও উত্তর মিলছে না নায়িকার কাছ থেকে। তবে বিষয়টা যে বেশ গুরুতর তা নানা সময়ে দেওয়া পরীমণির ফেসবুক পোস্ট দেখে অনুমেয়।

ধর্ষণের শিকার জুলাই অভ্যুত্থানে শহীদ কন্যার আত্মহত্যা

হাসপাতালের কাছে থেকেও অসুস্থ ছেলেকে দেখতে যায়নি: রাজ

প্রকাশের সময়: ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে পরীপুত্র। ছেলের দেখভাল করছেন চিত্রনায়িকা একাই।

 

ভিনদেশের এত বড় শহরে সন্তানের সুস্থতার জন্য একাই লড়াই করছেন পরীমণি। অন্যদিকে পুণ্যের বাবা অভিনেতা শরিফুল রাজ শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সন্তান যখন অসুস্থ, তখন ইধিকা পালেন সঙ্গে কবি সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে তাকে। তাও আবার পশ্চিমবঙ্গেই। ফলে ভক্তদের মনে প্রশ্ন জমেছে—রাজ কি ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছেন? না কি পরীর সঙ্গে পুরোনো দেন-দরবার মনে রেখে মুখ ফিরিয়ে নিয়েছেন নিষ্পাপ সন্তানের দিক থেকেও।

 

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এখনো একরত্তিও সেরে ওঠেনি রাজ-পরীর সন্তান পুণ্য। শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। পুণ্যের শরীরে বাসা বেঁধেছে দুটি ভাইরাস। কলকাতার হাসপাতালে প্রায় ৪ দিন পেরিয়ে গেলেও ছেলেকে এখনো দেখতে যাননি শরিফুল রাজ। ফলে পুরো ধকল যাচ্ছে পরীর ওপর দিয়েই। ছেলের চিকিৎসা করাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন চিত্রনায়িকা। সেখান থেকে হাসপাতাল কাছেই। ছেলের সঙ্গে সারাদিন হাসপাতালেই কাটাচ্ছেন পরী। নিজের নাওয়া-খাওয়ার প্রতিও খেয়াল নেই তার।

 

পরীমণির ছেলের অসুখটা ঠিক কী, তা জানা যাচ্ছে না। কল করলে কিংবা মেসেজ দিলেও উত্তর মিলছে না নায়িকার কাছ থেকে। তবে বিষয়টা যে বেশ গুরুতর তা নানা সময়ে দেওয়া পরীমণির ফেসবুক পোস্ট দেখে অনুমেয়।