রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জামতলী বাঙালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

গাড়ি চালক মো. সুমন জানায়, খাগড়াছড়ি থেকে দীঘিনালা আসার পথে জামতলী বাঙালি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেশ কয়েক লাঠিসোঁটা নিয়ে চলন্ত গাড়িতে হামলা করে।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অবস্থান নিয়েছে। বিক্ষিপ্ত পিকেটিং থেকে ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

প্রকাশের সময়: ০২:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জামতলী বাঙালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

গাড়ি চালক মো. সুমন জানায়, খাগড়াছড়ি থেকে দীঘিনালা আসার পথে জামতলী বাঙালি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেশ কয়েক লাঠিসোঁটা নিয়ে চলন্ত গাড়িতে হামলা করে।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অবস্থান নিয়েছে। বিক্ষিপ্ত পিকেটিং থেকে ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে বলে জানান ওসি।