সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘আমি আর পারছি না বলে ‘নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

  • Staff Reporter
  • প্রকাশের সময়: ০১:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ৫৯

অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী আতাউর রহমান সরকার।

 

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।

 

আতাউর রহমান সরকার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক।

 

এর আগে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার ও ব্যানারও সাঁটিয়েছিলেন। কিন্তু প্রচার–প্রচারণা শুরুর ১৭তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

 

এ বিষয়ে আতাউর রহমান সরকার বলেন, সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

 

 

 

জনপ্রিয়

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

‘আমি আর পারছি না বলে ‘নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

প্রকাশের সময়: ০১:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী আতাউর রহমান সরকার।

 

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।

 

আতাউর রহমান সরকার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক।

 

এর আগে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার ও ব্যানারও সাঁটিয়েছিলেন। কিন্তু প্রচার–প্রচারণা শুরুর ১৭তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

 

এ বিষয়ে আতাউর রহমান সরকার বলেন, সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।