সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ দিচ্ছে আদানি

বাংলাদেশকে পুনরায় পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার। তিন মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে, বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর–সুবিধা চেয়েছিল, তা দিতে রাজি হয়নি আদানি পাওয়ার।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান আদানি পাওয়ার গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয়। ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর রিজার্ভ সংকটের কারণে পাওনা পরিশোধে বিলম্ব এবং শীতকালে চাহিদা কমে যাওয়ার কথা বলে আদানি পাওয়ারের কাছে অর্ধেক বিদ্যুৎ চায় বাংলাদেশ। ফলে, ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ করে দেয়ে আদানি পাওয়ার।

শীত শেষে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার পরবর্তী সপ্তাহ থেকে পুনরায় পুরো ১ হাজার ৬০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে।

 

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই বিদ্যুৎকেন্দ্র থেকে থেকে শুধু বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।

জনপ্রিয়

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ দিচ্ছে আদানি

প্রকাশের সময়: ০১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশকে পুনরায় পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার। তিন মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে, বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর–সুবিধা চেয়েছিল, তা দিতে রাজি হয়নি আদানি পাওয়ার।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান আদানি পাওয়ার গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয়। ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর রিজার্ভ সংকটের কারণে পাওনা পরিশোধে বিলম্ব এবং শীতকালে চাহিদা কমে যাওয়ার কথা বলে আদানি পাওয়ারের কাছে অর্ধেক বিদ্যুৎ চায় বাংলাদেশ। ফলে, ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ করে দেয়ে আদানি পাওয়ার।

শীত শেষে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার পরবর্তী সপ্তাহ থেকে পুনরায় পুরো ১ হাজার ৬০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে।

 

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই বিদ্যুৎকেন্দ্র থেকে থেকে শুধু বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।