সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানিয়েছেন, এখন চাইলেই মামলা করতে পারে দুদক। তবে সেই সিদ্ধান্ত নেবে কমিশন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে সময় আবেদন করলেও, দিন যত যাচ্ছে, বেরুচ্ছে আরও সম্পত্তির খোঁজ। তিন দফায় শত একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে বেনজীরের। তার একের পর এক সম্পত্তির খবরে হতভম্ব সর্বমহল। তবে এত সম্পদের হদিস মেলার পরও এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি বেনজীর আহমেদের বিরুদ্ধে।
দুদক আইনজীবী খুরশীদ আলম খান জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের পর্যাপ্ত তথ্য- প্রমাণ মিলেছে।
সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে ভয়ংকর বলছেন দুদকের এই আইনজীবী। তিনি জানান, দুদকের আইন অনুযায়ী যেগুলো অপরাধ হিসেবে ধরা হয়, তার সবই করেছেন বেনজীর।
সাবেক এই আইজিপি কোথায় আছেন, তা জানে না বলেই দাবি সরকার সংশ্লিষ্টদের। তবে এখনও দেয়া হয়নি দেশত্যাগে নিষেধাজ্ঞা। এখন পর্যন্ত বেনজীরের ঢাকায় ১২টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এ ছাড়া বান্দরবানের পাহাড়ে বেনজীর পরিবারের আরও প্রায় ৭৬ বিঘা জমির খোঁজ মিলেছে। সব মিলিয়ে তার ৬৯৭ বিঘা জমি ও ৩৩টি ব্যাংক একাউন্ট আদালতের আদেশে জব্দ আছে।
কালের চিঠি / আলিফ