রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন বাজারে পোশাক রফতানি কমায় যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করলেন বস্ত্রমন্ত্রী

গত বছরের তুলনায় মার্কিন বাজারে ৭ ভাগ পোশাক রফতানি কমার পেছনে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি দায়ী বলে দাবি করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (১৩ মে) সকালে সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পোশাক খাত এখন মার্কিন বাজারের ওপর নির্ভরশীল নয়। ২০১৩ সালে রানা প্লাজা ধসের সময় পোশাকখাত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল, সেটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

পোশাক খাতকে নানা সময়ে অস্থিতিশীল করা হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, শত বাধা পেরিয়ে পোশাক খাত দেশের প্রধান রফতানি খাত হিসাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে।

মার্কিন বাজারে পোশাকের দাম কমায় রফতানি কমেছে বলে এ সময় উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি এম এ মান্নান কচি।

 

কালের চিঠি / আলিফ



 

ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার দায় রাষ্ট্রের

মার্কিন বাজারে পোশাক রফতানি কমায় যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করলেন বস্ত্রমন্ত্রী

প্রকাশের সময়: ০১:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

গত বছরের তুলনায় মার্কিন বাজারে ৭ ভাগ পোশাক রফতানি কমার পেছনে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি দায়ী বলে দাবি করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (১৩ মে) সকালে সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পোশাক খাত এখন মার্কিন বাজারের ওপর নির্ভরশীল নয়। ২০১৩ সালে রানা প্লাজা ধসের সময় পোশাকখাত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল, সেটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

পোশাক খাতকে নানা সময়ে অস্থিতিশীল করা হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, শত বাধা পেরিয়ে পোশাক খাত দেশের প্রধান রফতানি খাত হিসাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে।

মার্কিন বাজারে পোশাকের দাম কমায় রফতানি কমেছে বলে এ সময় উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি এম এ মান্নান কচি।

 

কালের চিঠি / আলিফ