সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হজ ভিসার ওপর বিধিনিষেধ আরোপ: সৌদি সরকার

 

‘হজের নামে গিয়ে অভিবাসন’ রোধ করতে হজ ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন নিয়ম জারি করেছে সৌদি আরবের সরকার। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইরের বিভিন্ন দেশ থেকে হজ ভিসায় যারা সৌদিতে আসবেন, তারা জেদ্দা, মক্কা ও মদিনা— তিন শহরের বাইরে অন্য কোনো শহরে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া এই ভিসা দিয়ে  শুধু হজ করা যাবে; সৌদিতে বসবাস, কাজের অনুমতি বা দেশটির বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য হজ ভিসা ব্যবহার করা যাবে না।

যদি কোনো ব্যক্তি এই নিয়ম লঙ্ঘণ করেন, তাহলে তাকে আটক করে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পরবর্তীতে হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো অর্থাৎ কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য হজ ভিসার প্রয়োজন হবে না, তারা নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে সংগৃহীত হজ পারমিট প্রদর্শন করে হজ করতে পারবেন। তবে এর বাইরে অন্য সব দেশের মুসল্লিদের জন্য ভিসা আবশ্যিক।

গত কয়েক বছর ধরে অভিবাসন বন্ধে তৎপর হয়েছে সৌদির প্রশাসন। তার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নিলো হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : গালফ নিউজ

কালের চিঠি / আশিকুর।

জনপ্রিয়

সরকার পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ: ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি

হজ ভিসার ওপর বিধিনিষেধ আরোপ: সৌদি সরকার

প্রকাশের সময়: ০৫:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

 

‘হজের নামে গিয়ে অভিবাসন’ রোধ করতে হজ ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন নিয়ম জারি করেছে সৌদি আরবের সরকার। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইরের বিভিন্ন দেশ থেকে হজ ভিসায় যারা সৌদিতে আসবেন, তারা জেদ্দা, মক্কা ও মদিনা— তিন শহরের বাইরে অন্য কোনো শহরে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া এই ভিসা দিয়ে  শুধু হজ করা যাবে; সৌদিতে বসবাস, কাজের অনুমতি বা দেশটির বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য হজ ভিসা ব্যবহার করা যাবে না।

যদি কোনো ব্যক্তি এই নিয়ম লঙ্ঘণ করেন, তাহলে তাকে আটক করে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পরবর্তীতে হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো অর্থাৎ কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য হজ ভিসার প্রয়োজন হবে না, তারা নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে সংগৃহীত হজ পারমিট প্রদর্শন করে হজ করতে পারবেন। তবে এর বাইরে অন্য সব দেশের মুসল্লিদের জন্য ভিসা আবশ্যিক।

গত কয়েক বছর ধরে অভিবাসন বন্ধে তৎপর হয়েছে সৌদির প্রশাসন। তার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নিলো হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : গালফ নিউজ

কালের চিঠি / আশিকুর।