রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দাবায় শীর্ষে বাংলাদেশের নীড়

 

থাইল্যান্ডের হুয়া হিন শহরে ২১তম ব্যাংক চেস ক্লাব দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ৩৯ জনের সাথে মিলিতভাবে টেবিলের শীর্ষে রয়েছেন।

দুই খেলায় বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক দেড় পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান এক পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান কোন পয়েন্ট পাননি।

রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিকমাস্টার সান দিয়াগো ম্যারি এন্টোয়িনিটিকে ও ফিদেমাস্টার নাইম হক শ্রীকার্তিকা ভেলমুরুগানকে পরাজিত করেন।

আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল চিনের ডং হংফুর কাছে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের গ্র্যান্ডমাস্টার সায়ন্তন ঘোষের কাছে ও তাশরিক সায়হান শান ভারতের অত্রিনজয় সাহার কাছে হেরে গেছেন।

কালের চিঠি/ ফাহিম

ধর্ষণের শিকার জুলাই অভ্যুত্থানে শহীদ কন্যার আত্মহত্যা

দাবায় শীর্ষে বাংলাদেশের নীড়

প্রকাশের সময়: ০৩:৩৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

 

থাইল্যান্ডের হুয়া হিন শহরে ২১তম ব্যাংক চেস ক্লাব দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ৩৯ জনের সাথে মিলিতভাবে টেবিলের শীর্ষে রয়েছেন।

দুই খেলায় বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক দেড় পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান এক পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান কোন পয়েন্ট পাননি।

রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিকমাস্টার সান দিয়াগো ম্যারি এন্টোয়িনিটিকে ও ফিদেমাস্টার নাইম হক শ্রীকার্তিকা ভেলমুরুগানকে পরাজিত করেন।

আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল চিনের ডং হংফুর কাছে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের গ্র্যান্ডমাস্টার সায়ন্তন ঘোষের কাছে ও তাশরিক সায়হান শান ভারতের অত্রিনজয় সাহার কাছে হেরে গেছেন।

কালের চিঠি/ ফাহিম