সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অল্প সময়ের মধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাহাজের সমস্ত নাবিকরা সুস্থ আছেন। উদ্বেগের কোনো কারণ নেই, তবে মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি।
বুধবার (১০ এপ্রিল) চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ আরও বলেন, ঈদের আগে ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি বাজারকে অস্থির করার অপচেষ্টা করেছিলো। কিন্তু জনগন তাদের আহবানে সাড়া দেয়নি। একইসাথে সরকারের কঠোর অবস্থানের কারণে বিএনপির সেই অপচেষ্টা ব্যার্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সারাদেশে হঠাৎ করে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি কিশোর গ্যাংয়ের মদদদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারিও উচ্চারণ করেন পররাষ্ট্রমন্ত্রী।
গেলো ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আবর আমিরাতগামী বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়াr জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে আছেন ২৩জন নাবিক। যাদের সবাই বাংলাদেশি নাগরিক।
জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপের। সাধারণত পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত হয় জাহাজটি।
কালের চিঠি / আশিকুর।