মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নওগাঁর পোরশা সীমান্তের ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্ত এলাকায় ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে নীলমারি এলাকায় এই ঘটনা ঘটেছে। নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বাংলাদেশি যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়ার আবু বক্কর সিদ্দিক ছেলে।

জানা গেছে, ভোরে ৪-৫ জন চোরাকারবারি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিলেন। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যায়।

কালের চিঠি / আশিকুর।

জনপ্রিয়

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশের সময়: ০৮:৫৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

নওগাঁর পোরশা সীমান্তের ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্ত এলাকায় ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে নীলমারি এলাকায় এই ঘটনা ঘটেছে। নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বাংলাদেশি যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়ার আবু বক্কর সিদ্দিক ছেলে।

জানা গেছে, ভোরে ৪-৫ জন চোরাকারবারি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিলেন। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যায়।

কালের চিঠি / আশিকুর।