রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়াকে (১২) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রানফরমারে আগুন লেগে পুড়ে যায়। সেই আগুনে পোড়া একটা তার ফয়জুর রহমানের টিনের ঘরের উপর পরে পুরো ঘর বিদ্যুতায়িত হয়। এতে এই পাঁচজনের মৃত্যু হয়। মরদেহ বাড়িতেই রয়েছে।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল চারটায় তাদের দাফন হওয়ার কথা রয়েছে।

কালের চিঠি / আলিফ

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রকাশের সময়: ০৮:৫০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়াকে (১২) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রানফরমারে আগুন লেগে পুড়ে যায়। সেই আগুনে পোড়া একটা তার ফয়জুর রহমানের টিনের ঘরের উপর পরে পুরো ঘর বিদ্যুতায়িত হয়। এতে এই পাঁচজনের মৃত্যু হয়। মরদেহ বাড়িতেই রয়েছে।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল চারটায় তাদের দাফন হওয়ার কথা রয়েছে।

কালের চিঠি / আলিফ