গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ ) সন্ধ্যা সাতটায় গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুরে গাইবান্ধা – সাঘাটা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া (২৫ ) ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালি গ্রামের সেলু মিয়ার ছেলে এবং অপর নিহত মতিন সরকার (২৭) সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মজিদুল ইসলামের ছেলে ।
স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এসময় নশরৎপুরের এলপিজি পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ দুই আরোহীর মৃত্যু হয় ।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে
।।