রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে চলছে অমর একুশে বইমেলা । গাইবান্ধা থেকে প্রথম কোন পূর্ণাঙ্গ প্রকাশনা সংস্থা হিসেবে ২০২৪ বইমেলা সালের বই মেলায় অংশ নিয়েছে প্রবাসী লেখক বিমল সরকার সম্পাদিত কালের চিঠি প্রকাশন । গাইবান্ধা সহ দেশের বেশ কয়েকজন গুণী লেখকদের বই প্রকাশ করে মেলায় সাড়া ফেলেছে প্রকাশনা সংস্থাটি ।
মেলায় উল্লেখযোগ্য বেশ কয়েকটি বইয়ের মধ্যে মামুনুর রশিদ মন্ডলের লেখা “পুরাকীর্তির রংপুর বিভাগ ” বইটি পাঠকদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে বলে প্রকাশনা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে ।
বইটির লেখক মামুনুর রশিদ মন্ডল একজন রংপুর বিভাগের বাসিন্দা হয়ে সশরীরে থেকে সঠিক তথ্য ধারণ করায় বাস্তবসম্মত পরিস্থিতি বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বইটিতে সহজ সরল ভাষা প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে।
পুরাকীর্তির রংপুর বিভাগ বইটিতে গবেষণামূলক লেখায় রয়েছে অনেক তথ্য উপাত্ত যা পাঠকদের জ্ঞানের পরিধি বাড়াতে যথেষ্ট বলে দাবি লেখক ও প্রকাশনা সংস্থার । বাংলাদেশের অন্যান্য বিভাগের ন্যায় রংপুর বিভাগের প্রায় সব জেলায় প্রত্নতাত্বীক সম্ভারে সমৃদ্ধ। পুরাকীর্তির রংপুর বিভাগ গ্রন্থে, এই বিভাগের প্রাচীন ভূমি, নদী, সভ্যতা ও প্রত্ন সম্ভারের এক অসামান্য দলিল। বইটিতে লেখক একজন ভ্রমন পিপাসু মানুষ হয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকটি জেলার তৃণমূল পর্যন্ত বিচরণ করে চিত্রকর্ষক বর্ণনা তুলে ধরেছেন, গ্রন্থের সিংহভাগ এলাকা জুড়েই বিহার, মসজিদ, মন্দিরসহ অত্যন্ত প্রাঞ্জল ও জাদুকরি ভাষায় তুলে এনেছেন প্রাচীন সম্পদে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরাকীর্তি সমূহ।
ঐতিহ্য সমৃদ্ধ এই বইটিতে শুধু পুরাকীর্তিই নয় তিনি তুলে ধরেছেন রংপুর বিভাগের ভূপ্রকৃতির পরিচয়, জনবসতি, অতি প্রাচীন কাল থেকে গড়ে ওঠা মানবজাতির পান্ডিত্যপূর্ণ জীবনধারা।
এ বিষয়ে জানতে চাইলে বইটির লেখক দৈনিক কালের চিঠিকে বলেন মামুনুর রশিদ মন্ডল বলেন , রংপুর বিভাগের বিশাল জনগোষ্ঠী হঠাৎ করে গজিয়ে ওঠা কোন ভুঁইফোর জাতি নয়। এই বিভাগে রয়েছে শত শত বছরের প্রাচীন কীর্তি। বুক ফুলিয়ে দাঁড়াবার মত ঐতিহ্য সমৃদ্ধ বইটি নতুন প্রজন্মের পাঠককে শত শত বছর পূর্বে ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে স্বমহিমায় ঘোষণা করবে তাদের ঐতিহ্যপূর্ণ অতীতের কথা। আশা করি ঐতিহ্যকে জানার আগ্রহী পাঠকদের কাছে প্রত্যাশার অনেক কিছু পুরণ করবে।
অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমীর বিপরীতে তথ্য কেন্দ্রর পার্শ্বে অবস্থিত ৬২৭ নাম্বার স্টলে কালের চিঠি প্রকাশনে ৪৫০ টাকায় মিলবে পুরাকীর্তির রংপুর বিভাগ বইটি ।
এছাড়া বইটির বিক্রিত অর্থ সমাজ সেবায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন কালের চিঠির স্বত্বাধিকারী বিমল সরকার ।
উল্লেখ্য কালের চিঠি প্রকাশন স্বেচ্ছাসেবী সংগঠন রিদম অফ গ্লোবাল ভিলেজের একটি উদ্যোগ । পান্ডুলিপি ভালো হলে উক্ত প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসচ্ছল লেখকের বই প্রকাশ করা হয়ে থাকে ।