ফরাসি লিগ ‘আঁ’র শনিবার রাতের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ম্যাচে লড়াই করতে থাকা পিএসজিকে শেষ পর্যন্ত মাঠে নামাতেই হলো এমবাপ্পেকে। ৬২ মিনিটে মাঠে নেমে গোলও করেছেন এই ফরাসি তারকা। নঁতের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
অবশ্য পিএসজিকে বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কারণে তাকে একাদশের বাইরে রাখা কি না, এমন প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ একে এমবাপ্পের জন্য ‘শাস্তি’ হিসেবেও দেখছিলেন।
প্রতিপক্ষের মাঠে এদিন প্রথমার্ধে মোটেই ভালো খেলতে পারেনি পিএসজি। বিরতির আগ মুহূর্তে নঁতের গোল বাতিল না হলে পিছিয়েও যেতে পারত তারা। বাতিল হওয়া গোল বাদ দিলে নঁতেও অবশ্য খুব একটা ভালো খেলতে পারেনি। বিরতির পরও পিএসজিকে সেরা ছন্দে দেখা যাচ্ছিল না। এর মধ্যেই অবশ্য ধুঁকতে থাকা পিএসজিকে স্বস্তি এনে দেন লুকাস হার্নান্দেজ। ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের দুই মিনিট পরেই মাঠে নামেন এমবাপ্পে।
এমবাপ্পে মাঠে নামার পর গতি আসে পিএসজির খেলায়। ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টিও আদায় করে নেন এই ফরোয়ার্ড। বক্সের ভেতর বলের দখল নিতে গিয়ে তাকে ফেলে দেন ডগলাস আগুস্তো। স্পট কিক থেকে এমবাপ্পে লক্ষ্যভেদ করে নিশ্চিত করেন দলের জয়। এ জয়ে ২২ ম্যাচে ১৬ জয়, ৫ ড্র এবং ১ হারে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল তারা।
কালের চিঠি / আলিফ