আগামী ১০ মে’র মধ্যে কয়েক দফায় মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নেবে ভারত। এর মাধ্যমে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শুক্রবার রাতে নয়াদিল্লিতে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় উচ্চ পর্যায়ের কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর ব্লুমবার্গ
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ১০ মের মধ্যে তিনটি বিমান প্ল্যাটফর্ম পরিচালনাকারী তার সামরিক কর্মীদের সরিয়ে নেবে। প্রথম পর্যায়ের প্রত্যাহার ১০ মার্চের মধ্যে শেষ হবে।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয় কিছু জানানো হয়। দেশটি জানিয়েছে, বিমান পরিষেবা অব্যাহত রাখতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোর কমিটির তৃতীয় দফা বৈঠক ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে।
কালের চিঠি