বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিলো না বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়ে ১২১ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এর আগে ব্লুমফন্টেইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৯ রানেই আদিল বিন সিদ্দিক সাজঘরে ফেরেন।

এরপর অবশ্য আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

৩৮ রানের জুটির পর শিবলি ব্যক্তিগত ২৭ রানে আউট হন। সঙ্গীকে হারিয়ে রিজওয়ান বেশিক্ষণ টিকতে পারেননি। ৪০ বলে ২ চারে ৩৫ রান করে আউট হন তিনি।
এরপর চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম ও আহরার আমিন মিলে ১২২ রানের জুটি গড়ে দলের স্কোরকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যেতে অবদান রাখেন।
এরপর শিহাব জেমস (৩১) ও শেখ পারভেজ জীবনের বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশ তিনশর কাছাকাছি পৌঁছায়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ৪৭ ওভার ১ বলে ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন রাব্বি। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে আর্য গর্গ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া নাদকার্নি নিয়েছেন দুটি উইকেট।

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের আরিফুল ইসলাম।

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিলো না বাংলাদেশ

প্রকাশের সময়: ০৬:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়ে ১২১ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এর আগে ব্লুমফন্টেইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৯ রানেই আদিল বিন সিদ্দিক সাজঘরে ফেরেন।

এরপর অবশ্য আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

৩৮ রানের জুটির পর শিবলি ব্যক্তিগত ২৭ রানে আউট হন। সঙ্গীকে হারিয়ে রিজওয়ান বেশিক্ষণ টিকতে পারেননি। ৪০ বলে ২ চারে ৩৫ রান করে আউট হন তিনি।
এরপর চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম ও আহরার আমিন মিলে ১২২ রানের জুটি গড়ে দলের স্কোরকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যেতে অবদান রাখেন।
এরপর শিহাব জেমস (৩১) ও শেখ পারভেজ জীবনের বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশ তিনশর কাছাকাছি পৌঁছায়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ৪৭ ওভার ১ বলে ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন রাব্বি। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে আর্য গর্গ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া নাদকার্নি নিয়েছেন দুটি উইকেট।

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের আরিফুল ইসলাম।

কালের চিঠি/ ফাহিম