রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে ভারত থেকে পেঁয়াজ-চিনি আমদানির সিদ্ধান্ত ।

 

আসন্ন রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ গৃহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান।

 

চাঁদ দেখা গেলে চলতি বছর রমজান মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। এ সময়ে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হচ্ছে মন্ত্রী জানান।

 

মন্ত্রী জানান, ভারত সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রেখেছে। তবে, রমজানের আগেই তারা রপ্তানি পুনরায় শুরু করবে।

 

বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে তাদের ভারতীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে। এছাড়াও, ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে চিনি ও অন্যান্য খাদ্যপণ্য আমদানির চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।

 

কালের চিঠি/ফাহিম

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

রমজানে ভারত থেকে পেঁয়াজ-চিনি আমদানির সিদ্ধান্ত ।

প্রকাশের সময়: ০২:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

 

আসন্ন রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ গৃহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান।

 

চাঁদ দেখা গেলে চলতি বছর রমজান মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। এ সময়ে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হচ্ছে মন্ত্রী জানান।

 

মন্ত্রী জানান, ভারত সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রেখেছে। তবে, রমজানের আগেই তারা রপ্তানি পুনরায় শুরু করবে।

 

বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে তাদের ভারতীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে। এছাড়াও, ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে চিনি ও অন্যান্য খাদ্যপণ্য আমদানির চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।

 

কালের চিঠি/ফাহিম