বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একুশে বইমেলায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ‘কালের চিঠি’ প্রকাশন

শুরু হতে যাচ্ছে দেশের বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা । এই উৎসবকে কেন্দ্র করেই মুখিয়ে থাকে দেশের সহস্রাধিক লেখক, প্রকাশক ও পাঠক। আসন্ন এই বই মেলায় তাই প্রথমবারের মতো গাইবান্ধা থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে রিদম অফ গ্লোবাল ভিলেজের সহ প্রতিষ্ঠান বিমল সরকার সম্পাদিত ‘কালের চিঠি’ প্রকাশন ।

এর আগে ১৭ জানুয়ারি শতাধিক আবেদনের প্রেক্ষিতে বইয়ের মান যাচাই-বাছাই শেষে বাংলা একাডেমি একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় গাইবান্ধা থেকে প্রথম প্রকাশনা সংস্থা হিসেবে “কালের চিঠি” সাধারণ স্টল হিসেবে বরাদ্দ পেয়েছে।

জানা যায় আসন্ন বইমেলায় কালের চিঠি প্রকাশনার স্টলে গাইবান্ধার বিভিন্ন খ্যাতিমান লেখকের পাশাপাশি উদীয়মান লেখকদের বই পাওয়া যাবে। উল্লেখ যোগ্য এসব বইয়ের মধ্যে রয়েছে বিমল সরকারের লেখা ‘নিজের মুখোমুখি, জীবনের পেয়ালা’। গোলাম কিবরিয়া পিনুর ‘ওখানে আমার পছন্দের কেউ নেই’, জহিরুল কাইয়ুমের লেখা ‘গাইবান্ধায় বঙ্গবন্ধু ও অন্যান্য’, মাজহারউল মান্নানের লেখা ‘ছোট ছোট দুঃখ কথা’, শাহাজাহান কিবরিয়ার লেখা ‘শত্রুর সাথে কিছুক্ষণ’ সানাউল মোস্তফার ” শেষ পত্র” গোলাম কিবরিয়া পিনুর লেখা “ওখানে আমার পছন্দের কেউ নেই ” খান মোসলেহ সোনার হরিণের খোঁজে সহ আরো অনেকের বই।

কালের চিঠি’র প্রকাশনা তত্ত্বাবধায়ক ওয়াজেদ হোসেন জীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০২১ সালে ত্রিমাসিক লিটলম্যাগ হিসেবে কালের চিঠির যাত্রা শুরু করে। ২০২২ সালে তা পূর্ণাঙ্গ একটি প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করে এবং ২০২৩ সালে ‘লিটলম্যাগ স্টল’ হিসেবে অমর একুশে বইমেলা ২০২৩ – এ অংশগ্রহণ করে।

উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর থেকে  মানবসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রিদম অফ গ্লোবাল ভিলেজ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ও বাংলাদেশে মানবকল্যাণে  বিভিন্ন  মিশন পরিচালনা করছে।

 

 

জনপ্রিয়

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

একুশে বইমেলায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ‘কালের চিঠি’ প্রকাশন

প্রকাশের সময়: ০৫:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

শুরু হতে যাচ্ছে দেশের বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা । এই উৎসবকে কেন্দ্র করেই মুখিয়ে থাকে দেশের সহস্রাধিক লেখক, প্রকাশক ও পাঠক। আসন্ন এই বই মেলায় তাই প্রথমবারের মতো গাইবান্ধা থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে রিদম অফ গ্লোবাল ভিলেজের সহ প্রতিষ্ঠান বিমল সরকার সম্পাদিত ‘কালের চিঠি’ প্রকাশন ।

এর আগে ১৭ জানুয়ারি শতাধিক আবেদনের প্রেক্ষিতে বইয়ের মান যাচাই-বাছাই শেষে বাংলা একাডেমি একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় গাইবান্ধা থেকে প্রথম প্রকাশনা সংস্থা হিসেবে “কালের চিঠি” সাধারণ স্টল হিসেবে বরাদ্দ পেয়েছে।

জানা যায় আসন্ন বইমেলায় কালের চিঠি প্রকাশনার স্টলে গাইবান্ধার বিভিন্ন খ্যাতিমান লেখকের পাশাপাশি উদীয়মান লেখকদের বই পাওয়া যাবে। উল্লেখ যোগ্য এসব বইয়ের মধ্যে রয়েছে বিমল সরকারের লেখা ‘নিজের মুখোমুখি, জীবনের পেয়ালা’। গোলাম কিবরিয়া পিনুর ‘ওখানে আমার পছন্দের কেউ নেই’, জহিরুল কাইয়ুমের লেখা ‘গাইবান্ধায় বঙ্গবন্ধু ও অন্যান্য’, মাজহারউল মান্নানের লেখা ‘ছোট ছোট দুঃখ কথা’, শাহাজাহান কিবরিয়ার লেখা ‘শত্রুর সাথে কিছুক্ষণ’ সানাউল মোস্তফার ” শেষ পত্র” গোলাম কিবরিয়া পিনুর লেখা “ওখানে আমার পছন্দের কেউ নেই ” খান মোসলেহ সোনার হরিণের খোঁজে সহ আরো অনেকের বই।

কালের চিঠি’র প্রকাশনা তত্ত্বাবধায়ক ওয়াজেদ হোসেন জীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০২১ সালে ত্রিমাসিক লিটলম্যাগ হিসেবে কালের চিঠির যাত্রা শুরু করে। ২০২২ সালে তা পূর্ণাঙ্গ একটি প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করে এবং ২০২৩ সালে ‘লিটলম্যাগ স্টল’ হিসেবে অমর একুশে বইমেলা ২০২৩ – এ অংশগ্রহণ করে।

উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর থেকে  মানবসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রিদম অফ গ্লোবাল ভিলেজ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ও বাংলাদেশে মানবকল্যাণে  বিভিন্ন  মিশন পরিচালনা করছে।