ঘনকুয়াশায় ডুবে গেছে ফেরি , চলছে উদ্ধার অভিযান

কালের চিঠি ডেস্ক
  • Print
  • ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯টি যানবাহন নিয়ে মাঝ পদ্মায় ডুবে গেছে ফেরি রজনীগন্ধা নামে ছোট একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে। নদীতে নোঙর করা অবস্থায় ফেরিটি ডুবে যায়। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

     

    মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ৯টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। তবে নদীতে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে ফেরিটি। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

     

    এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ফেরির চালকের সহকারী নিখোঁজ রয়েছে।

     

    বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।