গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে আরও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া সুষ্ঠু নির্বাচনে গাইবান্ধা জেলায় আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করা হবে ।
এছাড়া নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করতে ইতিমধ্যেই জেলায় বিজিবির ২৩ প্লাটুন মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে। আরএআর-এর ১০টি দল মাঠে রয়েছে।
গত ৩ জানুয়ারি থেকে জেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন টিম প্রতিটি সড়কে টহল দিচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের সাথে তাদের গুরুত্বের উপর নির্ভর করে প্রায় ২৫ থেকে ৩০ জন জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এই বাহিনীর বাইরের পুলিশ ও র্যাবের সদস্যরা ভোটের দিন মোবাইল ফোর্স-স্ট্রাইকিং হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইতিমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সকল উপজেলার প্রতিটি প্রশিক্ষণে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন এবং নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি তাদের বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্প্রতি নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা গাইবান্ধার প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করে সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট আইনের নির্দেশনা দেন।
এদিকে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে সরকারি গেজেটে নির্বাচনী ফলাফল প্রকাশ পর্যন্ত গাইবান্ধা জেলার ৫টি আসনে ৫টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত সার্চ কমিটি ইতিমধ্যেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সার্বক্ষণিক সজাগ দৃষ্টিতে নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করছে নির্বাচন তদন্ত কমিটি।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, জেলার ৫টি আসনে ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে ভোটকক্ষ রয়েছে ৪ হাজার ৪২৩টি। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে গাইবান্ধা-১ আসনে ৩ লাখ ৯৩ হাজার ৪৪, গাইবান্ধা-২ আসনে ৩ লাখ ৯১ হাজার ৯৬৯, গাইবান্ধা-৩ আসনে ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬, গাইবান্ধা-৪ আসনে ৪ লাখ ৩৯ হাজার ৯২৪ ও গাইবান্ধা-৫ আসনে ৩ লাখ ৬২ হাজার ৮৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সম্মানিত নাগরিকদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সময়ে সময়ে ব্যবস্থা নিচ্ছে গঠিত দলটি।