বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে মুস্তাফিজ ,ছয় ধাপ পিছিয়েছে সাকিব- আল হাসান।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে গিয়ে ক্রিকেট থেকে অনেক টা দূরে থাকায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়েছে সাকিব- আল হাসান।

 

বুধবার (৩ জানুয়ারি) ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছে মোস্তাফিজুর রহমান। র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে মোস্তাফিজ। সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে ২৮ বছর বয়সী মোস্তাফিজরের অবস্থান ২২ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে সাকিবের অবস্থান এখন ২৮ এ। ৩ জানুয়ারি সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

 

 

নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছে তিনি।

 

র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছে পেসার শরীফুল ইসলাম। ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছে ২২ বছর বয়সী শরীফুল।

 

শরিফুল ইসলাম ম্যাচে ৬ উইকেট নিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‍্যাঙ্কিংয়েও পেলেন শরীফুল।

 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও মধ্যেও নেই শরীফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছে ২২ নম্বরে। ২৮ নম্বরে আছে সাকিব আল হাসান, ২৯ নম্বরে মেহেদী হাসান, ৩৩ নম্বরে তাসকিন আহমেদ, ৩৫ নম্বরে নাসুম আহমেদ ও হাসান মাহমুদ আছেন ৪৩ নম্বরে।

 

গত সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে সাকিবই সবার ওপরে ছিলো। জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে গিয়ে ক্রিকেট থেকে অনেক দূরে থাকায় ছয় ধাপ পিছিয়ে পড়েছেন সাকিব আল হাসান।

 

কিন্তু ব্যাটিংয়ে কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পিছিয়েও লিটন দাসই আছে সবার ওপরে ২৩ নম্বরে। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছে ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন ৬ ধাপ পিছিয়ে আছে ৬৬ নম্বরে। সাকিব নেমে গেছে ৭০-এ।

জনপ্রিয়

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

আইসিসির র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে মুস্তাফিজ ,ছয় ধাপ পিছিয়েছে সাকিব- আল হাসান।

প্রকাশের সময়: ০৫:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে গিয়ে ক্রিকেট থেকে অনেক টা দূরে থাকায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়েছে সাকিব- আল হাসান।

 

বুধবার (৩ জানুয়ারি) ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছে মোস্তাফিজুর রহমান। র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে মোস্তাফিজ। সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে ২৮ বছর বয়সী মোস্তাফিজরের অবস্থান ২২ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে সাকিবের অবস্থান এখন ২৮ এ। ৩ জানুয়ারি সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

 

 

নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছে তিনি।

 

র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছে পেসার শরীফুল ইসলাম। ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছে ২২ বছর বয়সী শরীফুল।

 

শরিফুল ইসলাম ম্যাচে ৬ উইকেট নিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‍্যাঙ্কিংয়েও পেলেন শরীফুল।

 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও মধ্যেও নেই শরীফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছে ২২ নম্বরে। ২৮ নম্বরে আছে সাকিব আল হাসান, ২৯ নম্বরে মেহেদী হাসান, ৩৩ নম্বরে তাসকিন আহমেদ, ৩৫ নম্বরে নাসুম আহমেদ ও হাসান মাহমুদ আছেন ৪৩ নম্বরে।

 

গত সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে সাকিবই সবার ওপরে ছিলো। জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে গিয়ে ক্রিকেট থেকে অনেক দূরে থাকায় ছয় ধাপ পিছিয়ে পড়েছেন সাকিব আল হাসান।

 

কিন্তু ব্যাটিংয়ে কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পিছিয়েও লিটন দাসই আছে সবার ওপরে ২৩ নম্বরে। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছে ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন ৬ ধাপ পিছিয়ে আছে ৬৬ নম্বরে। সাকিব নেমে গেছে ৭০-এ।