
রাজধানীর নর্দায় দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাস চালক ও হেল্পারসহ আহত হয়েছে ১০ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে হয় এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বংশাই এক্সপ্রেসের সামনে থাকা অন্য একটি বাস যাত্রী ওঠানামা করানোর জন্য দাঁড় করায়। এতে পেছনে থাকা জামালপুরগামী বংশাই এক্সপ্রেসও ব্রেক কষতে বাধ্য হয়। এসময় চালক ও হেল্পারসহ বাসের আরও ৮ যাত্রী গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় অন্য বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। তবে বাসটির পেছনের কাঁচ ভেঙে গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
কালের চিঠি / আলিফ
কালের চিঠি ডেস্ক 























